
দ্য ওয়াল ব্যুরো : গত সাত দিনে হাতির আক্রমণে ঝাড়গ্রামে মারা গিয়েছেন তিনজন। সেই ঝাড়গ্রামেই আপ্রাণ লড়ে কুয়োয় পড়ে যাওয়া একটি হস্তিশাবককে উদ্ধার করলেন গ্রামের মানুষ।
কয়েক দিন ধরে ঝাড়গ্রামে ঘুরে বেড়াচ্ছে দলমা থেকে আসা হাতির একটি দল। দলে রয়েছে প্রায় ৪০টি হাতি। হাতির হানায় মারা গিয়েছেন তিনজন। তাই তাদের জঙ্গলে ফেরত পাঠাতে দিনভরই তৎপর বন দফতর। মঙ্গলবার যখন হুলা পার্টির সদস্যরা হাতির দলটিকে তাড়া করে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছিলেন , সেই সময় পালাতে গিয়ে গুপ্তমণি এলাকায় দুইধানালা গ্রামে একটি কুয়োয় পড়ে যায় হাতির শাবকটি। হাতির লাগাতার হামলায় এলাকায় ক্ষোভ থাকলেও সেই খবর পেয়ে ছুটে যান গ্রামবাসীরা। তাঁদের সাহায্য নিয়েই হাতিটিকে কুয়ো থেকে তুলতে সমর্থ হন বন দফতরের কর্মীরা। কিন্তু শাবকটিকে সেখানেই ফেলে হাতির পাল চলে যাওয়ায় উদ্ধার হওয়া শাবকটিকে ঝাড়গ্রাম মিনি জুতে নিয়ে আসে বন দফতর।