
দ্য ওয়াল ব্যুরো,পশ্চিম বর্ধমান: কোভিড আবহের মধ্যেই ঢাকে কাঠি পড়েছে এ বছর। হাইকোর্টের নির্দেশে এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে এই দুর্গাপুজোয় অনেক রকম বিধিনিষেধ চালু হলেও নিয়মের বিশেষ বদল দেখা গেল না দুর্গাপুরের গোপীনাথপুর গ্রামের চ্যাটার্জি পরিবারের পুজোতে।
অন্যান্য বছরের মতো এবছরও নিয়ম নীতি মেনেই সকাল বেলায় সানাই বাজিয়ে, ঢোলের তালে পালকি নিয়ে কলা-বৌ স্নান করাতে নিয়ে যাওয়া হয় গ্রামের নির্দিষ্ট পুকুরে। পুকুর থেকে নবপত্রিকা স্নান করিয়ে নিয়ে আসার পর, মন্দিরে রীতি মেনেই সপ্তমী পূজার অনুষ্ঠান শুরু হয়ে যায়। পালকি করে কলা-বৌ স্নান করাতে নিয়ে যাওয়া এ বাড়ির পুরোনো রীতি, যা এবছরও বহাল থেকেছে। পুজো উপলক্ষ্যে প্রতি বছরের মতো যথেষ্ট ভক্তসমাগমও হয়েছে গোপীনাথপুরের চ্যাটার্জি বাড়িতে।
করোনা অতিমারীর কারণে দুর্গা বন্দনায় এবার কড়াকড়ি বর্ধমানে। জেলায় কোভিডের গ্রাফ ইতিমধ্যেই বেশ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় গোটা জেলায় আক্রান্তের সংখ্যা ১০৮। মৃতের সংখ্যাও প্রায় সেঞ্চুরি ছুঁইছুঁই। এখনও পর্যন্ত জেলায় কোভিডে মারা গেছে ৯৪ জন। যদিও চ্যাটার্জি বাড়িতে দাঁড়িয়ে এইসব পরিসংখ্যান মনে রাখেননি ভক্তেরা কেউই।
পুজো চলাকালীন জনসমাগম দেখে একবারের জন্যও মনে হয় নি কোভিডের থাবা এই গ্রামে পড়েছে। এমনকি প্রতিবারের মতো এবছরও মহাসপ্তমীর সকালে এই গ্রামের পুকুরে অন্যান্য এলাকার কলা বৌ স্নান করানো দেখতে ভিড় করে মানুষজন। প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলি করতেও দেখা গেল অন্যান্য বছরের মতো। কোভিড সংক্রান্ত সতর্কতা বা স্বাস্থ্যবিধিও মানা হয়নি সেভাবে।
কোভিড আতঙ্কে গত মার্চ মাস থেকে কাঁপছে সারা বিশ্ব। কলকাতা সহ রাজ্যের সমস্ত পুজোতে সামাজিক দূরত্ববিধি সহ একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশিকা মেনে কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে রাজ্যের প্রতিটি পুজোমণ্ডপকে। আর সেখানেই স্বাস্থ্যবিধি শিকেয় তুলে একেবারে অন্যরকম একটা ছবি দেখাল দুর্গাপুরের গোপীনাথপুর গ্রাম।