
দ্য ওয়াল ব্যুরো: দলে থেকে কাজ না করতে পারার অভিযোগে অনেকেই তাঁদের পুরনো টিমের থেকে মুখ ফিরিয়েছেন। এবার সেই টিম, তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন বাংলা ওয়েব সিরিজের ‘মন্টু পাইলট’ সৌরভ দাস।
গতকাল সৌরভের জন্মদিন গেছে, আর জন্মদিনের পরের দিনই তিনি ফ্যানেদের দিলেন বড় চমক! এর আগে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা বললেও কখনও সরাসরি রাজনীতি করেননি। এবার একবারে ফ্রন্ট লাইনে থেকে মা মাটি মানুষের জন্য কাজ করবেন বলেই এলেন তৃণমূল কংগ্রেসে।
তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তিনি রাজ্যের শাসকদলে পা রাখলেন। এদিন তৃণমূলে যোগ দিয়ে সৌরভ বলেন, “সৎ থেকে দলের কাজ করব। ঘরে ঢুকে মানুষের জন্য কাজ করব। জড়িয়ে ধরব মানুষকে। যেটা আমি শিখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে।”
দলে যোগ দিয়ে সৌরভ এদিন আরও বলেন, “এমনিও আমরা রাজনীতি নিয়ে কথা বলি। সব কথার শেষে বলতাম, জয় বাংলা। আজ আমার গর্ব বোধ হচ্ছে। এটা ভেবে যে আমার মাথায় দিদির হাত আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। তাই এটা আমি বলতে পারি, জয় বাংলাটা সব থেকে জোরে আমিই বলতে পারব।”
আরও পড়ুন: সতীশ বুঝি বাস্তবেও ‘চরিত্রহীন’? রাজনীতিতে পা দিতেই ভাইরাল ভিডিও, নিন্দার মুখে জবাব অভিনেতার
এর পরই ‘জয় বাংলা’ স্লোগান দেন সৌরভ। এর পাশাপাশি তিনি জানান যে, তিনি কিছুই ভেবে আসেন না, যা মনে থাকে তাই প্রকাশ করেন। মনের কথা আর মুখের কথা সব এক।
বর্তমানে সৌরভের ফ্যান ফলোয়ার্স প্রচুর। যুবসমাজের মধ্যে তাঁকে নিয়ে এমনিতেই একটা ক্রেজ রয়েছে। এরপর তাঁর রাজনীতিতে আসা কোন দিক নির্দেশ দেবে সেটা তো সময়ই বলবে! কিন্তু যে সময় টলিউড দ্বিধাবিভক্ত! অনেকেই বাম থেকে তৃণমূলে স্টপেজ দিয়ে রামে ঝুঁকছেন, সেখানে সৌরভের মতো একটি পরিচিত মুখের দলীয় রাজনীতিতে আসা, ভোটের বাজারে নতুন তাৎপর্য বয়ে আনবে কিনা সেটাই দেখার।