শেষ আপডেট: 11th October 2021 06:31
দ্য ওয়াল ব্যুরো: পরপর সাতদিন টানা বাড়ল তেলের (petrol) দাম। উৎসবের মরসুমে যেন গলায় ফাঁস চেপে বসেছে মধ্যবিত্তের। পুজোয় ঠাকুর দেখা লাটে উঠেছে, গাড়ির ভাড়া শুনে। আজ শহর কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৫ টাকা! পিছিয়ে নেই ডিজেলও, লিটারে ৩৫ পয়সা বেড়ে তার দাম হয়েছে ৯৬.২৮ টাকা প্রতি লিটার। গতকালই অবশ্য মহারাষ্ট্র ও কেরলে ডিজেল লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। সেই তুলনায় কলকাতায় তার দাম 'কম'। গত বছর পর্যন্ত ঘণ্টাপ্রতি ১৩০-১৪০ টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে পেরেছিলেন সাধারণ মানুষ, ১০ ঘণ্টার জন্য গাড়ি নেওয়ার চুক্তিতে। এ বছর হু হু করে তেলের দাম বাড়তে থাকায় সেটিই বেড়ে হয়েছে ১৫০-১৬০ টাকা। আর এই পুজোর দিনে তো তা পৌঁছেছে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত!