
দ্য ওয়াল ব্যুরো: তাঁর রসবোধ নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে নানা কথা চলে। ক্রিকেটার জীবনেও তিনি ছিলেন মেজাজি। এমনকি খেলা থেকে অবসর নিয়েও তিনি একইরকম রয়েছেন।
বীরেন্দ্র সেহওয়াগ ধারাভাষ্য দিতে গিয়েও এমন সব উদাহরণ টানেন, যা শুনে কেউ মুখ গম্ভীর করে রাখতে পারবেন না। একবার সৌরভকে বলেছিলেন, ‘‘দাদা, তুমি যে এগিয়ে গিয়ে স্টেপআউট করে ছয় মারতে, তোমার কী মনে থাকত ক্রিজ বাইশগজের?’’
বীরুর কথা শুনে সবাই হেসে কুটোপুটি। সেই প্রাক্তন ভারতীয় নামী তারকা আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কিছু বলবেন না, তা কী হয়? সেহওয়াগ যদিও নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন নিয়ে কিছু বলেননি, তাঁর রসিকতার কেন্দ্রে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প যখন আমেদাবাদে এসেছিলেন নব কলেবর মোতেরা স্টেডিয়ামের বিপুল জনসমাগমের কাছে। সেইসময়ও তাঁর মুখ থেকে স্বামী বিবেকানন্দ-র অদ্ভুত উচ্চারণ শুনেও টুইট করেছিলেন। সেই নিয়েও কথা উঠেছিল। এবারও ট্রাম্পের বিদায় নিশ্চিত হতেই সেহওয়াগ টুইটারে পোস্ট করেছেন, ‘‘আপনে ওয়ালা সেম হি হ্যায়। উইল মিস চাচা কি কমেডি!’’ সঙ্গে একটি ট্রাম্পের একটি অদ্ভুত ছবিও পোস্ট করেছেন।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট যে জনমানসে কমেডিয়ান হয়ে উঠেছিলেন, ওই পোস্টে এটাই বোঝাতে চেয়েছেন বীরু। শুধু তিনি নন, বিশ্বের ক্রীড়া মানচিত্রে বহু তারকাই ৪৬তম নয়া প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। কিংবদন্তি ইংল্যান্ড ফুটবলের মহাপ্রাক্তন গ্যারি লিনেকার টুইট করেছেন, ‘‘জো বাইডেন হলেন এবার আমেরিকার নয়া প্রেসিডেন্ট, শুভেচ্ছা আপনাকে।’’
আমেরিকা জাতীয় দলের নামী ফুটবল তারকা মেগান রাফিনো জানিয়েছেন, ‘‘প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শীর্ষ পদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’’ এনবিএ সুপার স্টার লেব্রন জেমস লিখেছেন, ‘‘আমাদের স্বপ্ন দেখাবেন যিনি আগামী চারবছর, তিনি এসে গিয়েছেন, স্বাগত বাইডেন, আমাদের প্রেসিডেন্ট।’’