
দ্য ওয়াল ব্যুরো: ভারতে পাঁচ বছর সম্পূর্ণ করেছে শাওমি।। আর ঠিক সেই সময়েই একের পর এক নতুন প্রোডাক্ট লঞ্চ
করেছে চিনের এই কোম্পানি। কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে কোম্পানির ট্রিমার ও ওয়্যারলেস হেডফোন। এবার একটি রিচার্জেবেল এলইডি লাইট লঞ্চ করল শাওমি।
কোম্পানির ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম থেকে এমআই রিচার্জেবল এলইডি ল্যাম্প বিক্রি করবে বেজিং এর কোম্পানিটি। আগামী ১৮ জুলাই দুপুর ১২টায় নিজেদের ওয়েবসাইট Mi.com থেকে শাওমি এই ল্যাম্পের ক্রাউডফান্ডিং শুরু করবে। তবে এখনও এই আলোর দাম কত হবে তা জানায়নি শাওমি কোম্পানি। ট্যুইটারে প্রকাশিত ভিডিওতে সাদা রঙের এই ল্যাম্প দেখা গিয়েছে। মঙ্গলবার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন ট্যুইটারে এক ভিডিও পোস্ট করে ভারতের বাজারে কোম্পানির রিচার্জেবেল আলো নিয়ে আসার খবর জানিয়েছেন।
শাওমি জানিয়েছে, তিনটি ধাপে এই আলো নিয়ন্ত্রণ করা যাবে। সাদা, হলদেটে সাদা এবং হলুদ রঙে এই আলো ব্যবহার করা যাবে। একবার চার্জ দিলে পাঁচ দিন এই আলো ব্যবহার করা যাবে।